• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার রানের পাহাড় 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০৯:০৩ পিএম
দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার রানের পাহাড় 
ছবি সংগৃহীত

রাওয়ালপিণ্ডি টেস্টের পর করাচিতেও রানের বন্যা বইছে। প্রথম দিনে উসমান খাজা ও স্টিভেন স্মিথের ব্যাটিং দৃঢ়তার ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে দ্বিতীয় দিনেও অলআউট করতে পারেনি স্বাগতিকরা। এদিন খাজা দেড়শ ছাড়ানো ইনিংসের পর উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি দারুণ ব্যাটিং করার পরও সেঞ্চুরি বঞ্চিত হন। তবুও বিশাল সংগ্রহ পাহাড় গড়েছে অজিরা। দিনশেষে তারা ৮ উইকেট হারিয়ে করেছে ৫০৫ রান।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ২৫১ রান করেছিল অজিরা। দ্বিতীয় দিনের শুরুটাও দারুণ করেছিল নাইট ওয়াচ ম্যান নাথান লায়ন ও সেঞ্চুরি হাঁকানো খাজা। এই দুই ব্যাটার মিলে দলের সংগ্রহে যোগ করেন ৫৪ রান। এদিন প্রথম ব্যাটার হিসেবে লায়ন ফেরেন ৬২ বলে ৩৮ রান করে। 

এরপর হাসান আলীর বলে দৌড়ে এক রান নিয়ে নিজের দেড়শ রান পূরণ করেন খাজা। কিন্তু এরপর বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। সাজিদ খানের বলে সোজা বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার আগে ৩৬৯ বলে ১৬০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন পাকিস্তানে জন্ম নেয়া এই ব্যাটার। 

এরপর ট্রাভিস হেডের ২৩ ও ক্যামরুন গ্রিনের ২৮ রানের সঙ্গে আট নম্বরে নেমে ক্যারি ছুটছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ১৫৯ বলে ৯৩ রান করে তিনি আউট হন পার্ট টাইম বল করা বাবর আজমের বলে। 

ফলে পাকিস্তানি বোলারদের দাপটের সঙ্গে মোকাবেলা করে ৮ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ৫০৫ রানে। ৯৫ বলে ২৮ রান করে স্টার্ক ও ১০ বলে শূন্য রানে অপরাজিত আছেন প্যাট কামিন্স। 

পাকিস্তানের পক্ষে দুই উইকেট করে নিয়েছেন সাজিদ খান ও ফাহিম আশরাফ। এছাড়া হাসান আলী, বাবর আজম ও নোমান আলী পান একটি করে উইকেট। 

Link copied!